তারা ক্রাশ খেলে আমার কোনো সমস্যা নেই: পূর্ণিমা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৫
দিলারা হানিফ রীতা। চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামে তিনি পরিচিত ও জনপ্রিয়। এই জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে। তখন তিনি নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এছাড়া কাজী হায়াৎ পরিচালিত ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী অভিনয়ের সঙ্গে নিজের অসাধারণ শারীরিক সৌন্দর্য্যে সবার মন জয় করে নেন। ২০০৩ সালে মুক্তি পায় তার সব থেকে সফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত ‘মনের মাঝে তুমি’। এটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের সব থেকে সফল ছবির মধ্যে অন্যতম।