গাবতলী থেকে নবীনগর পর্যন্ত মহাসড়ক ১০ লেনে উন্নীত হবে: ওবায়দুল কাদের
জনসাধারণের যাতায়াত সহজ ও নিরাপদ করার জন্য রাজধানীর গাবতলী থেকে সাভারের নবীনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক ১০ লেনে উন্নীত করা হবে। পাশাপাশি গাবতলী সেতু উন্নীত করা হবে আট লেনে।
আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের দ্বিতীয় সালেহপুর সেতুর নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঢাকার-আরিচা একটি ব্যস্ততম মহাসড়ক। শুধু মহাসড়কের পাশের এলাকা নয়, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.