![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/02/09/150001Hs_5Ce8ecmXodh-AdEVHyT07irPaZ-zAAhYkKYRJgS5CVzHKs0cAAdyeAF9TIgyh4KI5gqYmyuIDwJnf2f9wCdNvJ5WbQOlSoRr5zmmzMalyR1-RQxvlOtTZkJq9G_GPUiVZ6_WX-1-1.jpeg)
যেভাবে ভলোবাসার প্রতীক হয়ে উঠেছে চকলেট
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০০
প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য চকলেটের বিকল্প নেই। ভ্যালেন্টাইন সপ্তাহের তৃতীয় দিন চকলেট ডে পালন করা হয়। কারণ প্রিয়জনকে চকলেট উপহার দেওয়া ঐতিহ্যে পরিণত হয়েছে।
চকলেটের অনেক অর্থ আছে। ভালবাসা ও আবেগের প্রতীক চকলেট। সেই সাথে আপনার প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য চকলেট খুব সুন্দর একটি উপহার। খুব সামান্য চকলেট দেওয়ার মাধ্যমেই আপনি তার কাছে স্পেশাল হয়ে উঠতে পারবেন।