‘আমার সাবেক প্রেমিক খারাপ, কিন্তু মিয়ানমার সেনাবাহিনী আরও খারাপ’
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সোচ্চার দেশটির তরুণ সমাজ। সেনাবাহিনীর বিধিনিষেধ উপেক্ষা করে তারা রাস্তায় নেমেছে। সেইসঙ্গে প্ল্যাকার্ডে সেনাবাহিনীকে কটাক্ষ করে লিখেছে বিভিন্ন লেখা।
এক তরুণ আন্দোলনকারীর প্ল্যাকার্ডে লিখেছেন, আমার সাবেক খারাপ কিন্তু মিয়ানমার সেনাবাহিনী আরও খারাপ। আরেকজনের প্ল্যাকার্ডে লেখা, আমি স্বৈরাচার চাই না আমি বয়ফ্রেন্ড চাই।