বসন্ত ও ভালোবাসা দিবসে ঘুরে দাড়ানোর স্বপ্ন ফুল চাষিদের
প্রাণঘাতী করোনাভাইরাসে নাকাল ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালির চাষিরা। মূলত বিভিন্ন দিবসের দিকে চেয়ে থাকেন এখানকার ফুল চাষিরা। কিন্তু ভাইরাসের প্রভাবে গতবছর ফেরুয়ারি ও মার্চ মাসে কোন ব্যবসা করতে পারেনি তারা। তার উপর এসে আঘাত করেছে ঘূণিঝড় আম্পান। আসছে বিশ্ব ভালোবাসা দিবস, বসন্তবরণ এবং ২১ ফেরুয়ারিতে এসব লোকসান কাটিয়ে উঠার স্বপ্ন দেখছেন চাষিরা।
বর্তমানে ফুলের দাম বেশ ভালো যাচ্ছে। দেশের মধ্যে বাণ্যিজিকভাবে যশোর জেলার গদখালীতে ফুল উৎপাদন শুরু করা হয় আশির দশকে। দেশে ফুলের সবচেয়ে বড় পাইকারি বাজার রয়েছে এখানে। ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের পাইকাররা গদখালিতে আসেন ফুল ক্রয় করতে।