![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/02/09/og/130101_bangladesh_pratidin_Shroff_Sara.jpg)
এবার সত্যি হচ্ছে গুঞ্জন, সারার সঙ্গে রোমান্স করবেন টাইগার শ্রফ
টাইগার শ্রফ ও সারা আলী খান, বর্তমানে বলিউডে অন্যতম জনপ্রিয় দুই অভিনয়শিল্পী। অবশেষে জুটি হয়ে পর্দায় হাজির হচ্ছেন তারা। সারা বলিউডে পা রাখার পর থেকেই টাইগারের সঙ্গে তার সিনেমায় অভিনয়র গুঞ্জন শোনা যাচ্ছিল।
কিছুদিন আগে ‘হিরোপান্তি টু’ সিনেমায় এই অভিনেত্রীকে প্রায় চূড়ান্ত করেছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।