![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/chumu-2002130301-2102090540.jpg)
গবেষণা: সঙ্গীকে চুম্বনই হতে পারে আপনার মৃত্যুর কারণ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪০
চুমু বা চুম্বন বিষয়টিকে প্রিয়জনের প্রতি ভালোবাসা বা প্রেম প্রকাশের একটা মাধ্যম হিসেবে দেখা হয়। ভালোবাসা সপ্তাহে তাই চুমুর জন্য রয়েছে পুরো একটি দিন। তবে প্রিয়জনকে চুম্বনই হতে পারে আপনার মারাত্মক ক্ষতির কারণ।
ক্ষতি শুধু আপনারই নয় বরং অপর পক্ষেরও হতে পারে। তাহলে কী আপনিই আপনার প্রিয় মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নেই। সচেতনতায় জেনে রাখুন। বিশেষ দিনগুলোয় তরুণ-তরুণীরা না বুঝে এমন অনেক কিছুই করে থাকেন যার খেসারত পরবর্তীতে দিতে হয়।
- ট্যাগ:
- লাইফ
- চুম্বন
- মৃত্যুর কারণ