![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F806bd172-92a1-423a-a1c7-fc9dbb607373%252FDead_Body_1.jpg%3Frect%3D0%252C0%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ধর্ষণের শিকার মেয়েটির পাশে ছিল চিরকুট
মা–বাবাকে খুব ভালোবাসে। তবে ধর্ষণের ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছে না—এমন কথা লেখা একটি চিরকুট ১৩ বছরের এক কিশোরীর বিছানার পাশে পাওয়া গিয়েছিল। পুলিশ বলছে, আত্মহত্যা করার আগে সে এই চিরকুট লিখে রেখে যায়।
পুলিশ ও মামলার নথি থেকে জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বাসা থেকে গত ২৯ জানুয়ারি বিকেলে দুই বোন (একজনের বয়স ১৩, অন্যজনের ৭) বের হয়। মায়ের সঙ্গে রাগ করে বেরিয়ে যায় তারা। বড় বোন তার এক বান্ধবীকে (১৪) সঙ্গে নেয়। ঘুরতে ঘুরতে তিনজন জুরাইন এলাকায় চলে যায়।