শাহজালালে উচ্ছিষ্ট খাবারের বক্সে মিলল ৬০ সোনার বার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ক্যাটারিং সার্ভিসের গাড়ি থেকে ৬০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টায় ইউএস বাংলার যাত্রীদের খাবার সরবরাহকারী গাড়ির উচ্ছিষ্ট বক্স থেকে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সদস্যরা জানান, মঙ্গলবার সকাল ৭ টায় ইউএস বাংলার দুবাই থেকে আসা ফ্লাইট বিএস ৩৪২ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রীদের উচ্ছিষ্ট খাবারের বক্স গাড়িতে তোলার পর তল্লাশি চালিয়ে সেই বক্স থেকে ৬০টি সোনার বার উদ্ধার করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.