ট্রাম্পের আইনজীবীরা অভিশংসন আদালতকে রাজনৈতিক নাটক বলছেন
ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন আদালত একটি রাজনৈতিক নাটক ছাড়া কিছু নয়। ক্ষমতায় না থাকা একজন সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন অভিশংসন বিচারের এখতিয়ার মার্কিন সিনেটের নেই। দেশের ক্ষত নিরাময়ের উদ্যোগ না নিয়ে, নিদেনপক্ষে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, ডেমোক্র্যাটরা নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য উঠেপড়ে লেগেছেন।
ট্রাম্পের অভিশংসন আদালত আনুষ্ঠানিকভাবে শুরুর প্রাক্কালে তাঁর আইনজীবীদের দেওয়া বক্তব্যে এসব কথা বলা হয়েছে। ৯ ফেব্রুয়ারি মার্কিন সিনেটে ট্রাম্পের অভিশংসন আদালত বসছেন।
আদালতের কার্যক্রম নিয়ে সিনেটে দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সিনেটর চার্লস শুমার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.