![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F9d3c8d70-dd09-466f-9cdf-6b66245423ed%252Fmyanmar_1.jpg%3Frect%3D0%252C223%252C6048%252C2883%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D1080%26dpr%3D1.1)
সেনা হুঁশিয়ারি উপেক্ষা করে মিয়ানমারে বিক্ষোভ
মিয়ানমারের ইয়াঙ্গুনে আজ মঙ্গলবার বিক্ষোভ শুরু হয়েছে। বড় জমায়েত হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় দেশটির সেনাবাহিনী। তবে তা উপেক্ষা করে বিক্ষোভকারীরা সান চুয়াং এলাকায় জড়ো হন। খবর এএফপির।
ওই এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারপরও শিক্ষকেরা ওই এলাকার প্রধান রাস্তায় সমবেত হয়ে মিছিল করেছেন। তাঁরা তিন আঙুল তুলে স্যালুট দেন।
এদিকে অভ্যুত্থানের পর গতকাল সোমবার প্রথম জনসমক্ষে আসেন জেনারেল মিন অং হ্লাইং। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি অভ্যুত্থানের পক্ষে যুক্তি তুলে ধরে নতুন করে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।