আমাদেরকে খাদ্য ও ওষুধের অভাবে মেরে ফেলতে চেয়েছিল যুক্তরাষ্ট্র : ইরান
মার্কিন যুক্তরাষ্ট্র গত ৪২ বছর ধরে ইরানের বিরুদ্ধে হুমকি ও চাপ প্রয়োগের নীতি গ্রহণ করে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এ থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শিক্ষা গ্রহণ করা উচিত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি।
তিনি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরান জ্ঞানবিজ্ঞানে উন্নতি করেছে এবং প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করেছে। আমাদেরকে খাদ্য ও ওষুধের অভাবে মেরে ফেলতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, এখন আমরা খাদ্য ও ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।