![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/02/08/vietnam-vinfast-080221-06.jpg/ALTERNATES/w640/vietnam-vinfast-080221-06.jpg)
ক্যালিফোর্নিয়ায় স্বচালিত গাড়ি পরীক্ষা করবে ভিয়েতনামের ভিনফাস্ট
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:০০
গাড়িতে বসে আছেন যাত্রী, নেই কোনো চালক, পৌঁছে দেওয়া হচ্ছে সঠিক গন্তব্যে। এমন এক প্রযুক্তির লক্ষ্যেই এখন প্রতিযোগিতায় নেমেছে বহু প্রতিষ্ঠান। নতুন প্রযুক্তির এই দৌড়ে রয়েছে গুগলের ওয়েইমো, টেসলা উবারসহ ছোট বড় অনেক প্রতিষ্ঠান।