![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Ff834ad4d-7872-44a9-94ee-7e4b84d6c6f0%252Fvaccine_2.jpg%3Frect%3D0%252C295%252C2624%252C1378%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
চীনের কাছে টিকা উপহার পেল পাকিস্তানের সামরিক বাহিনী
পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা উপহার দিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা থেকে আজ সোমবার এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন জানায়, পিএলএ পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে করোনার টিকা উপহার দিয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীই প্রথম বিদেশি সামরিক বাহিনী, যারা বেইজিংয়ের কাছ থেকে টিকা উপহার পেয়েছে।