শিয়া তরুণদের সাজা কমালো সৌদি আরব
সৌদি আরবের সরকার নিয়ন্ত্রিত হিউম্যান রাইটস কমিশন এইচআরসি রবিবার জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন শিয়া তরুণের সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড করা হয়েছে৷ অপরাধ সংঘটনের সময় তারা নাবালক ছিলেন৷
২০১২ সালের ফেব্রুয়ারিতে একটি বিক্ষোভে অংশ নেয়ার সময় আলি আল-নিমরের বয়স ছিল ১৭৷ তিনি প্রখ্যাত শিয়া পণ্ডিত নিমর আল-নিমরের ভাতিজা৷ ২০১৬ সালে নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে সৌদি আরব ও ইরানে প্রতিবাদ হয়েছিল৷