করোনার টিকাগ্রহণ করা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান বিতর্কের মধ্যেই টিকা নিয়েছেন নোয়াখালী-১-এর সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সোমবার (৮ ফেব্রুয়ারি) ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন টিকাগ্রহণের বিষয়টি নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) করোনার টিকা দিতে গিয়েছিলাম। দুপুর ২টা ৩০ মিনিটে টিকাগ্রহণ করি। টিকাগ্রহণ শেষে সুপ্রিম কোর্টে ফিরে এসে নিয়মিত কাজ করে যাচ্ছি। ইনজেকশনের স্থানে সামান্য একটু ব্যথা ছাড়া আপাতত আর কোনো সমস্যা অনুভব করছি না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.