![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/natore-263123.jpg)
নাটোরে ইঁদুর মারা ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু
নাটোরের লালপুরে ঈদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে বিজলী (৪০) নামে চার সন্তানের জননী আত্মহত্যা করেছে। ওই নারী উপজেলার লালপুর মোহরকয়া নতুনপাড়া গ্রামের হাসমত আলীর স্ত্রী। শনিবার (০৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মধ্যরাতের কোনো এক সময় সবার অগোচরে বিজলী খাতুন ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে।