কঙ্গোয় ফের ‘করোনার চেয়ে প্রাণঘাতী’ ইবোলার সংক্রমণ
কঙ্গোয় ফের ‘করোনার চেয়ে প্রাণঘাতী’ ইবোলার সংক্রমণ
নভেল করোনাভাইরাসের চেয়ে অনেক বেশি প্রাণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্ত নতুন এক রোগী শনাক্ত হয়েছেন মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয়। গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় বুটেম্বো শহরের কাছে এক নারীর শরীরে ভয়াবহ এই ভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি বিয়েনা শহরে ইবোলা সংক্রমণের উপসর্গযুক্ত ওই নারী শনাক্ত হন। এর মাত্র দু’দিন পরেই বুটেম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।