কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আল জাজিরার তথ্যচিত্র তাদের একান্ত নিজস্ব বিষয় : দুদক চেয়ারম্যান

এনটিভি দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘আল জাজিরার তথ্যচিত্রটি আমি দেখেছি। আমাদের অপেক্ষা করতে হবে, এসব অভিযোগের বিষয়ে তারা কী প্রমাণ পেশ করে। আল জাজিরা যা করেছে তা তাদের একান্ত নিজস্ব বিষয়। প্রতিবেদনে উত্থাপিত অভিযোগসমূহের বিষয়ে তারা কী তথ্যপ্রমাণ উপস্থাপন করে সে পর্যন্ত অপেক্ষা করব আমরা।’ দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ রোববার এ কথা বলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এ রিপোর্টের বিষয়ে দুদক অনুসন্ধান বা তদন্ত করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান আরো বলেন, ‘রিপোর্টটিতে আল জাজিরা বেশ কিছু তথ্যপ্রমাণ উপস্থাপনের কথা বলেছে। এসব নথি ও তথ্যপ্রমাণ আমাদের কাছে নেই। যদি তথ্যপ্রমাণ পাই তখন দেখব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও