কোম্পানি নিবন্ধন থেকে বিলুপ্তি কোন কাজে, কত মাশুল

প্রথম আলো প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০০

নতুন কোম্পানির ছাড়পত্র ও নিবন্ধন থেকে শুরু করে বর্তমান কোম্পানির বিলুপ্তি—এর মাঝখানে অনেক ধাপ রয়েছে। প্রতিটি ধাপেই আছে নানা ধরনের মাশুল বা ফি। মাশুলেরও রয়েছে আবার বিভিন্ন ধরন। যেমন নামের ছাড়পত্রের আবেদন, নিবন্ধন, স্ট্যাম্প, সনদ, ডিজিটাল সনদ, রিটার্ন ফাইলিং, নিবন্ধন বই পরিদর্শন ইত্যাদি। জেনে নেওয়া যাক, কোম্পানির কোন কাজে কত মাশুল দিতে হয় সরকারকে। আর সরকার এসব থেকে বছরে আয়ই–বা করে কত টাকা।

প্রথমেই দেখা যাক, নামের ছাড়পত্র আবেদনের জন্য কী কী মাশুল রয়েছে। প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি (পিএলসি), অংশীদারি কারবার ও বাণিজ্য সংগঠনের প্রস্তাবিত প্রতিটি নামের ছাড়পত্রের জন্য মাশুল রয়েছে ২০০ টাকা করে। তবে সমিতির (সোসাইটি) প্রস্তাবিত প্রতিটি নামের ছাড়পত্রের জন্য মাশুল আবার এক হাজার টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও