Samsung Galaxy F62 মডেলে 32MP সেলফি ক্যামেরা, 15 ফেব্রুয়ারি ভারতে
F Series-এর নতুন ফোন নিয়ে আসছে Samsung। ফোনটির নাম Samsung Galaxy F62। বিগত কিছু দিনে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য ফাঁস হয়েছে। কখন ডিসপ্লে তো কখনও আবার সেই ফোনের ক্যামেরা ফিচার্স প্রকাশ্যে এসেছে। এবার Flipkart-এর লিস্টিংয়েও চলে এসেছে ফোনটি। 15 ফেব্রুয়ারি ভারতে হাজির হবে Samsung Galaxy F62।
যদিও Flipkart লিস্টিং থেকে ফোনটির স্পেসিফিকেশনস নিয়ে কোনও তথ্য খোলাসা হয়নি। তবে জানা গিয়েছে, ফোনে একটি স্কোয়্যার আকারের কোয়াড-ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে। এছাড়াও একটি টিজার ছবি থেকেও পরিষ্কার, এই Galaxy F62 মডেলের ঠিক ডান দিকে ভলিউম বাটন থাকছে এবং তার ঠিক উপরেই রয়েছে পাওয়ার বাটন। ফিঙ্গারপ্রিন্ট রিডারের থেকে অনেকখানিই বড় হচ্ছে এই পাওয়ার বাটন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.