কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাইক্ষ্যংছড়িতে বন্দুকযুদ্ধে ২ ইয়াবা চোরাচালানকারী নিহত: বিজিবি

প্রথম আলো নাইক্ষ্যংছড়ি প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৭


বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে গতকাল রোববার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ইয়াবা চোরাচালানকারী নিহত হয়েছেন। তাঁদের কাছ থেকে এক লাখ ইয়াবা বড়ি ও দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে বলে আজ সোমবার সকালে বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন।

বিজিবির ভাষ্য, গতকাল রাত সাড়ে ১১টার দিকে রেজুপাড়া সীমান্তচৌকির (বিওপি) বিজিবি সদস্যদের সঙ্গে ইয়াবা চোরাচালানকারীদের গর্জনবনিয়া এলাকায় বন্দুকযুদ্ধ হয়েছে। এতে উখিয়ার কুতুপালংয়ের লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এই দুজন হলেন মোহাম্মদ ফোরকানের ছেলে মো. জোবায়ের (২৮) ও মৃত আমির হামজার ছেলে দিল মোহাম্মদ (২৫)। তাঁদের কাছ থেকে এক লাখ ইয়াবা বড়ি, দুটি একনলা দেশি বন্দুক, চারটি গুলি ও দুটি গুলির খোসা পাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও