![](https://media.priyo.com/img/500x/http://thesangbad.net/images/2021/February/08Feb21/fb_images/sangbad_bangla_1612765676.jpg)
ভালোবাসা দিবসের দুই নাটকে তামান্না সরকার
সংবাদ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৫
ভালোবাসা দিবসের দুই নাটকে তামান্না সরকার ছোটপর্দার মডেল ও অভিনেত্রী তামান্না সরকার তারকা অভিনেতার বিপরীতে অভিনয়ের পর তিনি এবার অভিনয় করলেন আনিসুর রহমান মিলনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে। একসঙ্গে দুটি একক নাটকে তামান্না সরকার নায়িকা হয়েছেন মিলনের। সুন্দরী এই মডেল – অভিনেত্রী জানান,
পরিচালক আখতার হামিদের ‘বিদেশ ফেরত জামাই’ ও ‘বাসর রাতে বউ পালায়’ নামের দুটি একক নাটকে তিনি মিলনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। ‘বিদেশ ফেরত জামাই’ নাটকটি রচনা করেছেন রেদোয়ান আকতার তন্ময়, ‘বাসর রাতে বউ পালায়’ রচনা করেছেন রুহুল আমিন পথিক।
- ট্যাগ:
- বিনোদন
- ভালবাসা দিবস
- নতুন নাটক