শিশুর আগ্রাসী আচরণে কি করবেন?
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৩
বিকেলে কলোনির মাঠে ফুটবল খেলছিল সমবয়সী শিশুরা। হঠাত্ এক বন্ধুর পায়ে লেগে আরেক বন্ধু চোট পায়। এ নিয়ে দুই পক্ষের তর্ক। শেষমেশ ঝগড়া গড়ায় মারামারিতে। পরে বেশি অভিযোগ আসে রাফসানের বিরুদ্ধে। সেই নাকি সবচেয়ে বেশি আগ্রাসী আচরণ করেছে।
রাফসানকে নিয়ে মা-বাবাকে প্রায়ই এ ধরনের অভিযোগের সম্মুখীন হতে হয়। অবস্থার উন্নতির জন্য এখন নিয়মিত রাফসানকে কাউন্সেলিং করাতে হচ্ছে। ঝগড়া, মারপিট, কোনো কিছু ছিনিয়ে নেওয়া, নিজে যা চাই তাই করতে চাওয়ার প্রচণ্ড জেদ, রাগ, ক্ষোভ ইত্যাদি ক্ষেত্রে কোনো কোনো শিশুর মধ্যে বেশি আগ্রাসী মনোভাব দেখা যায়।
- ট্যাগ:
- লাইফ
- আগ্রাসন
- শিশুর আচরণ