সোলার মিনি গ্রিডের দাম নির্ধারণে দুর্নীতি দেখছে ক্যাব
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৭
সোলার মিনি গ্রিডের দাম নির্ধারণে ৫ দফা দুর্নীতির প্রতিকার চাইলো কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সম্প্রতি টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষকে (স্রেডা) দেওয়া এক চিঠিতে এসব দুর্নীতির প্রতিকার চাওয়া হয়েছে।
চিঠি পাঠানোর কথা নিশ্চিত করেছেন ক্যাব এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল ইসলাম। তিনি বলেন, আমরা একই সঙ্গে মিনি গ্রিড-এর বিদ্যুতের দাম নির্ধারণের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছি স্রেডাকে। ইডকল স্রেডাকে মূল্যহার নির্ধারণের প্রস্তাব দিয়েছে যা সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন বলে আমরা মনে করি।