১১ ব্রোকারেজ হাউসের বিক্রি খতিয়ে দেখা হচ্ছে
প্রথম আলো
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৫
হঠাৎ বড় দরপতনে নড়েচড়ে বসেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। লেনদেন শেষে গতকালই বাজার তদারকির সঙ্গে যুক্ত বিএসইসি ও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তারা যৌথ সভা করেছেন। সভায় ১১টি ব্রোকারেজ হাউস ও বেশ কিছু ট্রেডারের কার্যক্রম খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। এই ১১টি ব্রোকারেজ হাউস থেকেই গতকাল সবচেয়ে বেশি শেয়ার বিক্রি হয়েছে।
দেশের শেয়ারবাজারে গতকাল হঠাৎ বড় দরপতন ঘটে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক দিনেই ১৪৩ পয়েন্ট বা আড়াই শতাংশ কমে যায়।