![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Feb/1612703703_7sironam-nadda.jpg)
বক্তৃতায় ‘বিবেকানন্দ ঠাকুর’ বলে তৃণমূলের তোপের মুখে বিজেপি সভাপতি নড্ডা
নবদ্বীপের জনসভায় বক্তৃতা করার সময় স্বামী বিবেকানন্দের নামের পাশে ঠাকুর পদবি জুড়ে তৃণমূলের তোপের মুখে পড়লেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। নড্ডাকে কটাক্ষ করা ছাড়াও তাঁর দলের বিরুদ্ধে বার বার রাজ্যের সংস্কৃতিকে অসম্মানিত করার অভিযোগও করল তৃণমূল।