কুমিল্লার লাকসামে মুখোশ পরিহিত একদল ডাকাত পিস্তল ও অস্ত্র দেখিয়ে এবং ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি চালিয়েছে। শনিবার গভীর রাতে পৌরসভার উত্তরকুল ও উপজেলার পোলইয়া গ্রামে পৃথক ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল নগদ টাকা সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, পৌরসভার উত্তরকুল গ্রামের গরু ব্যবসায়ী বিল্লাল হোসেনের বাড়ির লোকজন ঘুমন্ত থাকাবস্থায় মুখোশ পরিহিত ১০/১২ জনের ডাকাত দল বসতঘরের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে প্রথম ও দ্বিতীয় তলার প্রতিটি কক্ষে প্রবেশ করে পরিবারের সদস্যদের পিস্তল, চাপাতি দেখিয়ে এবং ভয়ভীতি প্রদর্শন করে এবং জিনিসপত্র ভাংচুর করে ডাকাতি চালায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.