![](https://media.priyo.com/img/500x/https://www.dailyinqilab.com/news_original/1612678692_Kyle-Mayers-was-severe-on-anything-wide-or-short.jpg)
হতাশা নিয়ে লাঞ্চে বাংলাদেশ
পঞ্চম দিনের সকাল। নিয়ম মেনেই উইকেটে টার্ন মিলছে ভালোই, বাউন্স অসমান। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা ভোগান্তিতেও পড়েন কয়েকবার। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার মতো যথেষ্ট ধারাবাহিক ভালো বোলিং করতে পারেননি বাংলাদেশের স্পিনাররা।
তার মাঝেও আক্ষেপ আছে দুটি রিভিউ না নেওয়ার। একটি ক্যাচ ফসকে যাওয়া। কয়েকবার অল্পের জন্য ব্যাটের কানা না ছোঁয়া। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, উইকেটের পতন নেই একটিও! এখনও টিকে কাইল মেয়ার্স ও এনক্রুমা বনার। লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সঙ্গী কেবলই হতাশা।তার