সুযোগ হাতছাড়ার প্রথম ঘণ্টায় বাংলাদেশের হতাশা
দুটি রিভিউ না নেওয়া। একটি ক্যাচ ফসকে যাওয়া। কয়েকবার অল্পের জন্য ব্যাটের কানা না ছোঁয়া। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, উইকেটের পতন নেই একটিও! এখনও টিকে কাইল মেয়ার্স ও এনক্রুমা বনার। প্রথম ঘণ্টায় তাই বাংলাদেশের প্রাপ্তি কেবলই হতাশা।
চট্টগ্রাম টেস্টের শেষ দিন সকালে প্রথম পানি পানের বিরতির আগে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১৪৯।
প্রথম ঘণ্টায় ১৮ ওভারে ৩৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে রান তো ক্যারিবিয়ানদের কাছে গুরুত্বপূর্ণ নয়। উইকেট ধরে রাখার লড়াইয়ে ঠিকই সফল তারা।