কম কার্যকর করোনার টিকাও অত্যন্ত কাজের

প্রথম আলো প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০০

করোনাভাইরাসের মহামারিতে পর্যুদস্ত বিশ্ব। তবে এ সংকটে আশার আলো হয়ে এসেছে টিকা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের অনেক দেশেই টিকা প্রয়োগও শুরু হয়ে গেছে। তবে এ পরিস্থিতিতে টিকার কার্যকারিতা নিয়ে মানুষের মনে নানা ধরনের প্রশ্ন জেগেছে। টিকা নেওয়া, না নেওয়া নিয়েও অনেকে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তবে বিজ্ঞানীরা বলছেন, সবচেয়ে কম কার্যকর টিকাও অত্যন্ত কাজের।

দরিদ্র দেশগুলোয় টিকা কর্মসূচি জোরদারে সরকারি–বেসরকারি অংশীদারত্বের বৈশ্বিক জোট গ্যাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্সের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়। শুক্রবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, করোনার টিকাগুলোর মানবদেহে তৃতীয় ধাপের পরীক্ষার প্রথম ফলাফল আসার আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, কোনো টিকার কার্যকারিতা ৫০ শতাংশের বেশি হলেই তা অনুমোদন পাওয়ার যোগ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও