সিলেটে প্রকৃতির খুঁজে হাওরে শিশুরা
বাংলাদেশের ঋতু প্রকৃতি আজকাল ভুলেই যাচ্ছে নতুন প্রজন্ম। তাদের অনেকেই পায়না প্রকৃতির ছােঁয়া। সিলেটের মেঠােসুর নামক একটি ত্রৈমাসিক পত্রিকার উদ্যােগে তাদের ওই প্রকৃতি দেখানাের স্বপ্ন দেখিয়েছে। প্রতি দুই মাস অন্তর অন্তর শিশু ও অভিভাবকদের নিয়ে তারা এই কাজটি করে যাচ্ছে।
এর ধারাবাহিকতায় শুক্রবার (৫ ফেব্রুয়ারি) শিশুদের হাওরে নিয়ে প্রকৃতি দেখানাে হয়; যার মূল উদ্যােক্তা ব্রতচারী বিমান তালুকদার। সেখানে শিশুরা ইচ্ছেমতো ছুটাছুটি ,গান-বাজনা, খেলাধুলার মধ্যে আনন্দময় দিনটি কাটায়।বিমান তালুকদার বলেন,
- ট্যাগ:
- বাংলাদেশ
- হাওর
- শিশুরা
- প্রকৃতির ডাক