You have reached your daily news limit

Please log in to continue


১৩০টি দেশের প্রায় ২৫০ কোটি জনগণ এখনো একটি ভ্যাকসিন পান নি-ড: গেব্রেসাস

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, শুক্রবার জানায়, মাত্র ১০ দেশে ৭৫% ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে, তবে বিশ্বের প্রায় ১৩০টি দেশে, এখনো একটি ভ্যাকসিনও দেয়া হয়নি I বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনিভা সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে, মহাপরিচালক, ড: গেব্রেসাস, বলেন, আনন্দের খবর যে, সংক্রমিত রোগীদের সংখ্যার চাইতে ভ্যাকসিনের সংখ্যা এখন অনেক বেশিI এটি অল্প সময়ে এক বিরাট সাফল্য, তবে দুঃখজনক এই কারণে যে, ১৩০টি দেশের প্রায় ২৫০ কোটি লোকের কাছে একটিও ভ্যাকসিন দেয়া সম্ভব হয়নি I ড: গেব্রেসাস মনে করেন, ধনী দেশগুলির উচিত তাদের অব্যবহৃত ভ্যাকসিন, দরিদ্র দেশগুলিকে দিয়ে সাহায্য করাI
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন