রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা
রংপুর বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। পূর্বাভাসে আরো বলা হয় শ্রীমঙ্গল, পঞ্চগড়, রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রংপুর বিভাগ
- বৃষ্টির সম্ভাবনা