ভারতে টিকার জরুরি অনুমোদন চেয়ে করা আবেদন প্রত্যাহার ফাইজারের

প্রথম আলো ভারত প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫২

ভারতে করোনার চিকিৎসায় জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে দেশটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল ফাইজার-বায়োএনটেক। আজ শুক্রবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ–সংক্রান্ত আবেদন প্রত্যাহার করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী আরও কিছু তথ্য যুক্ত করে নতুন করে আবেদন করবে তারা।

করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদনকারী প্রথম প্রতিষ্ঠান ফাইজার। যুক্তরাজ্য ও বাহরাইনে অনুমোদন পাওয়ার পর গত ডিসেম্বরে ভারতে আবেদন করে তারা। এরপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুমোদন পেয়েছে ফাইজার। এখন পর্যন্ত একমাত্র টিকা হিসেবে অনুমোদন পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও (ডাব্লিউএইচও)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও