![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F0a7cfecc-b093-488e-b03b-4ca89b1bc913%252FMADARIPUR_DH0699_20210205_MADARIPUR_05_01_21_KALKINI_ELECTION_FOOTAGE_PIC_JPG.JPG%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
নৌকার নির্বাচন না করলে ঘরে ঘুমানোর সুযোগ নেই: কালকিনিতে আ.লীগ নেতা
‘এখানে যাঁরা নৌকার বিরুদ্ধে (ভোট) করেন, আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম, আগামী দুই–এক দিনের ভেতর যদি আপনারা পরিবর্তন হয়ে নৌকা মার্কায় নির্বাচন করেন দেশের স্বার্থে, ভালোভাবে থাকতে পারবেন। আর নচেত ঘরে ঘুমানোর কোনো সুযোগ নেই।’
মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচন সামনে রেখে আয়োজিত এক উঠান বৈঠকে এমন বক্তব্য দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। তিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন সরদার। তাঁর ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয় পড়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি কালকিনি পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।