![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnew-frem3-20210205202943.jpg)
চীনের সেই ‘৫০ শতাংশ কার্যকর’ ভ্যাকসিনই নিচ্ছে ব্রাজিল!
ব্রাজিলে চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিনের স্মৃতি খুব একটা সুখকর নয়। লাতিন আমেরিকার দেশটিতে ট্রায়ালে এর সাফল্য দেখা গেছে মাত্র ৫০ দশমিক ৪ শতাংশ। তবে বিকল্প না পেয়ে এখন সেই ভ্যাকসিনের দিকেই হাত বাড়াচ্ছে ব্রাজিলিয়ান প্রশাসন।
বৃহস্পতিবার সাও পাওলোর গভর্নর জোয়াও ডোরিয়া বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন করোনাভ্যাকের বাড়তি দুই কোটি ডোজ কেনার বিষয়ে তারা আলাপ চালিয়ে যাচ্ছেন।