![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F4ca8196f-24af-4c47-92e0-129ab2529a4f%252Fonline_oporadh.jpg%3Frect%3D0%252C0%252C2048%252C1075%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
যৌতুকের টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীর মাথা ন্যাড়া করার অভিযোগ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় যৌতুকের টাকা চেয়ে না পেয়ে অন্তঃসত্ত্বা নারীর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন। মামলার পর থেকে ওই নারীর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক আছেন।
আজ শুক্রবার তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, যৌতুক না পেয়ে ২০ বছর বয়সী অন্তঃসত্ত্বা নারী কাকলী আক্তারের মাথা ন্যাড়া করে দিয়েছেন তাঁর স্বামী শাহ পরান (২৫)। এ ঘটনায় ওই নারী বৃহস্পতিবার বিকেলে তারাকান্দা থানায় তিনজনকে আসামি করে মামলা করেন।