লাল রঙে রাঙিয়ে
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৫
                        
                    
                লাল রঙের মতো এত রকম অনুভূতি জাগানোর ক্ষমতা মনে হয় কোনো রঙেই নেই। লাল বিপদ সংকেত, বিয়ের লাল বেনারসি, চাইনিজ নববর্ষের শুরুতে উৎসবের সাজে সেজে ওঠা লালে লাল চীনদেশ আর আমাদের প্রিয় পতাকার মধ্যে টকটকে লাল সূর্য। 
প্রতিটি লোহিত বর্ণ তার আবেগ আর তাৎপর্যের দিক থেকে অনেকটাই আলাদা। পরনের পোশাকে লাল রঙের ব্যবহার নিয়ে ঘেঁটে দেখলে পাওয়া যায় লাল কাপড়ের বৈচিত্র্যময় সব গল্প।
- ট্যাগ:
 - অন্যান্য সংবাদ
 - লাল রঙ
 - পোশাক প্রদর্শনী