You have reached your daily news limit

Please log in to continue


পথ 'মসৃণ' নয়, তবু সেই পথেই BJP'র পরিবর্তনের রথ

নজরে ভোটপাখি। পরিবর্তনের রাজ্যে ‘পরিবর্তন’ আনতে ভোটনীতিতে BJP-র নয়া চমক রথযাত্রার (BJP Rathyatra) রুট। যে পথে হামলার মুখে পড়েছিলেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) কনভয়, শাসক শিবিরকে বার্তা দিতে সেই পথেই গড়াবে পরিবর্তনের রথযাত্রার চাকা। রথের চাকা গড়ানোর আগেই অনুমতি নিয়ে তৃণমূল বিজেপি তরজায় চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। রথযাত্রার জন্য রাজ্যসরকার নবান্নের বদলে স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়ার কথা বলতেই পরিকল্পনা বদল রাজ্য বিজেপির। ভোট রথের রুটে জুড়ে যায় শিরাকোল। ১০ ডিসেম্বর নাড্ডার কনভয়ে হামলার ঘটনার পরই শিরাকোল বঙ্গ রাজনীতির অন্যতম সেসমিক জোন। জল মাপতে সেই পথে ঘুরে আসবে গেরুয়া রথ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন