ব্রিটেনে পুড়িয়ে ফেলা হচ্ছে দেড় কোটি মৌমাছি!

ইনকিলাব যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৮

প্যাট্রিক মার্ফি নামে ব্রিটেনের একজন মৌমাছিপালক হঠাৎ করে মৌমাছিকে কেন্দ্র করে ঝামেলায় পড়েছেন। প্যাট্রিক মার্ফি দেড় কোটি শিশুমৌমাছি আনাচ্ছিলেন। কিন্তু দেশটির প্রশাসনের পক্ষ থেকে তাঁকে বলা হয়েছে, ব্রেক্সিট-পরবর্তী নিয়মকানুনের কারণে ওই মৌমাছিদের বাজেয়াপ্ত করা হবে এবং পুড়িয়ে ফেলা হবে। -দ্য গার্ডিয়ান

জানা গেছে, প্যাট্রিক মার্ফি পরাগসংযোগে সাহায্য করে ব্রিটিশ কৃষকদের সুবিধার্থে ওই ইটালিয়ান শিশুমৌমাছি আমদানি করছিলেন। প্রসঙ্গত, ব্রেক্সিট-পরবর্তী কিছু বিশেষ ধরনের মৌমাছি আমদানির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে গ্রেট ব্রিটেনে। নতুন নিয়মে সেখানে শুধু রানি মৌমাছিই আমদানি করা যায়। মৌমাছিদের কোনও colonies and packages আমদানি করা যায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও