![](https://media.priyo.com/img/500x/https://www.dailynayadiganta.com/resources/img/article/202102/560727_160.jpg)
জুমার দিনের আমল
নয়া দিগন্ত
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৯
ইসলামে জুমার দিনের গুরুত্ব অনেক। এ দিনের অল্প আমলও অনেক বেশি সওয়াব লাভের কারণ হয়। জুমার দিনে যেকোনো নফল আমল অধিক পরিমাণে করা যায়। তবে, হাদিসে বেশ কিছু আমলের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। তার অন্যতম হলো দরুদ শরিফ।
এক হাদিসে আছে, হজরত আবু উমামা রা: থেকে বর্ণিত নবীজি সা: বলেছেন, ‘আমার ওপর জুমার দিন বেশি বেশি দরুদ পড়ো। কারণ, আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়।'
- ট্যাগ:
- ইসলাম
- আমল-ইবাদত
- জুমআর নামাজ
- ফজিলত