![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fj-20210205032716.jpg)
বেনাপোলে ফেনসিডিলসহ তিন মাদক পাচারকারী গ্রেফতার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৮৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বেনাপোল সীমান্তের দূর্গাপুর গ্রাম থেকে পোর্ট থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মৃত লালচান মাঝির ছেলে ইমরান হোসেন (৩০), দৌলতপুর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে মাহাবুর (২১) ও খুলনার খালিশপুর গ্রামের মৃত ফারুক ফারাজীর ছেলে বিল্লাহ ফারাজী (৩৫)।