দিল্লি পুলিশের অভিযোগ দায়েরের পরে আবারও টুইট গ্রেটার
ভারতের চলমান কৃষক আন্দোলন নিয়ে টুইট করায় সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে অভিযোগ (এফআইআর) দায়ের করেছে দিল্লি পুলিশ। তবে এই অভিযোগ দায়েরের কিছুক্ষণ পরেই আবারও একটি টুইট করে গ্রেটা জানিয়েছেন, তিনি কৃষকদের পাশেই আছেন। খবর আনন্দবাজার পত্রিকার।
কৃষকদের সমর্থন করে মঙ্গলবার রাতে প্রথম টুইট করেছিলেন গ্রেটা। ‘ফার্মার্সপ্রোটেস্ট’ হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি টুইটে বলেন, ‘আমরা কৃষক আন্দোলনের পাশে আছি’। এর সঙ্গে এক সংবাদ সংস্থায় প্রকাশিত কৃষক আন্দোলনের একটি লেখাও শেয়ার করেন তিনি। এর কিছুক্ষণ পর আগের টুইটটি মুছে দিয়ে তিনি আরেকটি টুইট করেন।