![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2019/02/06/directorate-of-primary-educ.jpg/ALTERNATES/w640/Directorate-of-Primary-Educ.jpg)
প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের প্রস্তাব বিবেচনার সুযোগ নেই: অধিদপ্তর
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে আর কোনো প্রস্তাব বিবেচনার সুযোগ নেই বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
ভুয়া ওয়েবসাইট খুলে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য তথ্য আহ্বান করে ‘বিভ্রান্তি’ ছড়ানো হচ্ছে জানিয়ে তাতে প্ররোচিত না হতে সংশ্লিষ্টদের সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এ বিষয়ে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে অধিদপ্তরের বলেছে, “একটি অসাধু চক্র প্রধানমন্ত্রী ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ছবি ব্যবহার করে bprimaryschool.org নামে একটি নকল ওয়েবসাইট খুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের জন্য তথ্য আহ্বান করেছে।