আরও ছোঁয়াচে করোনা সংস্করণের জন্য জার্মানিতে প্রস্তুতি
জেনোমিক সেকোয়েন্সিং পদ্ধতির আরও ব্যাপক প্রয়োগ করে জার্মানি ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকা থেকে আসা মিউট্যান্টের প্রসার সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে চাইছে৷ আর্থিকভাবে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা বাড়াচ্ছে সরকার৷
করোনা ভাইরাস পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হলেও গোটা বিশ্বে সেই ভাইরাসের প্রকৃতি চিহ্নিত করার ক্ষেত্রে দুর্বলতা রয়ে গেছে৷ একমাত্র জেনেটিক সিকোয়েন্সিং পদ্ধতি কাজে লাগিয়ে মূল স্রোতের ভাইরাসের পাশাপাশি আরও ছোঁয়াচে বা মারাত্মক সংস্করণ শনাক্ত করা সম্ভব৷ জার্মানিতেও এমন পরীক্ষার অভাবের কারণে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা বা ব্রাজিলের মতো দেশ থেকে আসা মিউট্যান্ট সংস্করণ চিহ্নিত করা এতকাল কঠিন ছিল৷ এবার কর্তৃপক্ষ নড়েচ়ড়ে বসেছে৷ ফেডারেল সরকারের এক মুখপাত্র বলেছেন, জার্মানিতে মিউটেশনের প্রসার সম্পর্কে সার্বিক ধারণা পেতে জোরালো উদ্যোগ শুরু হয়েছে৷ আগামী সপ্তাহের শুরু থেকেই সরকারি পরিসংখ্যানে এই বিষয়টির উল্লেখ থাকবে৷