![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/145988640-760198221253536-4774094624906975084-n-262325.jpg)
গাছের বীজ কুড়িয়ে কোটিপতি সুনামগঞ্জের প্রতাপ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা প্রতাপ চন্দ্র দাস ২০০২ সালে প্রাচীন রেইনট্রি গাছের তলা থেকে কিছু পরিপক্ক রেইনট্রি বীজ কুড়িয়ে বাড়ি নিয়ে যান। সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকার ওই প্রাচীন রেইনট্রির কুড়ানো বীজগুলো পলিব্যাগে রোপন করলে ৪০টি চারা গজায়। এতে তার খরচ হয় মাত্র ২৫ টাকা। উৎপাদিত চারার মধ্যে নিজের বাড়িতে লাগান ২৫টি চারা বাকি ১৫টি চারা প্রতিটি ৩ টাকা করে গ্রামেই বিক্রি করেন। এভাবেই শুরু হয় বৃক্ষপ্রেমী প্রতাপের নার্সারির যাত্রা।