কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আগামী ৭২ ঘণ্টায় বাড়তে পারে কলকাতার তাপমাত্রা

এইসময় (ভারত) কলকাতা প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৫

তাপমাত্রার পারদ সামান্য বাড়লেও অটুট শীতের দাপট। কিন্তু, আগামী ৭২ ঘণ্টায় বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের কথায়, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে পারে শীত। তার আগে ধাপে ধাপে বাড়তে থাকবে তাপমাত্রা। তবে, আরও কয়েকদিন শীতসুখ উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ, জানাচ্ছেন তাঁরা।

বুধবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সামান্য বেড়েছে তাপমাত্রা পারদ। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৭ শতাংশ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ অব্য়হত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও