ইসরাইলে, ফিলিস্তিনি ও ইসরাইলিদের টীকাদানে তারতম্য
ইসরাইলের নেয়া অত্যন্ত সফল টিকাদান কর্মসূচিতে, ইসরাইলী ও ফিলিস্তিনিদের মধ্যে তারতম্য লক্ষ্য করা গেছেI তাই যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট অফ পলিসি স্টাডিস'র ফিলিস বেনিস, 'আল জাজিরা' সংবাদ মাধ্যমকে জানান, ইসরাইল সেখানে দখলদার শক্তি, তাই তাদেরই দায়িত্ব ফিলিস্তিনিদের স্বাস্থ্য পরিচর্যা প্রদান করা I
ইসরাইল সরকার, ১৬ বছরের উর্ধে সবার জন্য টিকা কর্মসূচি জোরদার করেছে ; তবে পশ্চিম ও গাজা তটে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ইসরাইলের দেয়া মাত্র ২০০০ টিকা প্রাপ্তির কথা জানায়, যা সম্মুখভাগ স্বাস্থ্য কর্মীদের নিমিত্ত দেয়া হয় I ফিলিস্তিনি জনগণ, এমাসের শেষ ভাগে রাশিয়ার 'স্পুটনিক' ভ্যাকসিনের সরবরাহ পাচ্ছেনI