![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Fdd4af822-28a8-4ef2-8aac-07365fe06506%252Fmymensing.png%3Frect%3D0%252C148%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
জিডি তুলে নিতে সাংসদকে ৭ দিন সময় বেঁধে দিলেন পৌর মেয়র
স্থানীয় সাংসদ নাজিম উদ্দিন আহমেদকে সাধারণ ডায়েরি (জিডি) তুলে নিতে সাত দিন সময় বেঁধে দিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। আজ বুধবার বিকেলে নিজ বাড়িতে আয়োজিত কর্মিসভায় এই সময় বেঁধে দেন তিনি।
সভায় মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, প্রশাসনের অনুরোধে মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে। পাশাপাশি জিডি প্রত্যাহারের দাবিতে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে জিডি প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।